পিছিয়ে পড়ে কোনোমতে ড্র বার্সার

প্রতিপক্ষের মাঠে ধুঁকলো বার্সেলোনা

 পিছিয়ে পড়ে কোনোমতে ড্র বার্সার
পিছিয়ে পড়ে কোনোমতে ড্র বার্সার-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : প্রতিপক্ষের মাঠে ধুঁকলো বার্সেলোনা। কোনোমতে হার এড়ালেও ১০ জনের এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে কোনঠাসা করতে পারেনি জাভি হার্নান্দেজের দল। বরং ম্যাচে তাদের রক্ষণে রীতিমত আতঙ্ক ছড়িয়েছে স্বাগতিকরা।

যদিও জয় পায়নি কোনো দলই। জার্মানির ফ্রাঙ্কফুর্টে বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচ পর জিততে ব্যর্থ হলো বার্সা।

ঘরের মাঠে শুরু থেকেই উজ্জীবিত ফুটবল খেলতে থাকে ফ্রাঙ্কফুর্ট। একের পর এক আক্রমণ শানানো স্বাগতিকরা ৩৭ মিনিটে এগিয়ে যেতে পারতো। বার্সেলোনার ডি-বক্সে সের্হিও বুসকেতস স্বাগতিক ফরোয়ার্ড রাফায়েল বোরেকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত পাল্টান তিনি।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ঠিকই এগিয়ে যায় এইনট্রাখট। কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। ডি-বক্সের সামনে থেকে জোরালো হাফ ভলিতে ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন জার্মান উইঙ্গার আন্সগার।

৬৬তম মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। বদলি হিসেবে নেমেই সুযোগ তৈরি করেন উসমান দেম্বেলে। তার পাস থেকে বল নিয়ে ডি-বক্সে ফ্রেংকি ডি ইয়ংয়ের সঙ্গে ওয়ান টু ওয়ান করে জালে পাঠান ফেররান তোরেস।

৭৮তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে আইনট্রাখটের ব্রাজিলিয়ান ডিফেন্ডার তুতা মাঠ ছাড়েন। কিন্তু প্রতিপক্ষ দলে ১০ জন পেয়েও আর গোল করতে পারেনি বার্সা।

ম্যাচে বল দখলে (৬৭ ভাগ) এগিয়ে থাকলেও আক্রমণে ছন্নছাড়া দেখিয়েছে জাভির দলকে। আইনট্রাখট যেখানে ১৬ শটের পাঁচটি লক্ষ্যে রাখে, সেখানে বার্সা ৭ শট নেয়। যার মাত্র তিনটি ছিল লক্ষ্যে।

আগামী বৃহস্পতিবার ন্যু ক্যাম্পে ফিরতি লিগে ফ্রাঙ্কফুর্টকে আতিথ্য দেবে বার্সেলোনা। ঘরের মাঠে কি নিজেদের ফিরে পাবে কাতালান ক্লাবটি?

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom