আমার আমলনামা শেখ হাসিনার কাছে জমা আছে : মমতাজ
প্রথম নিউজ, মানিকগঞ্জ : মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে কতটা ভালো কাজ করেছি, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা আছে। কোনো কাজে গাফিলতি বা অবহেলা কিংবা ফাঁকি দিয়ে থাকি তাও প্রধানমন্ত্রী জানেন। কাজেই আমার আমলনামা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা আছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভোটকেন্দ্র কমিটি গঠন ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আল মামুনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাঈম মো. বাশার, অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদ খান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পারভেজ খান, উপদেষ্টা চাঁন মিয়া, ধল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ইউপি সদস্য আব্দুল হামিদ প্রমুখ বক্তব্য দেন।
সভায় মমতাজ বেগম বলেন, সংসদ সদস্য ছাড়াও প্রধানমন্ত্রী আমাকে আরও একটি গুরুদায়িত্ব দিয়ে রেখেছেন। আর সেটি হলো সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বানিয়েছেন। আগামী জাতীয় নির্বাচনে এই আসন থেকে নৌকার মনোনয়ন যাকেই দেওয়া হোক, তিনি কি উপজেলা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে পারবে? ভোটকেন্দ্র কমিটি গঠনসহ ঘর গুছানোর কাজ কিন্তু আওয়ামী লীগের দায়িত্ব। আর আওয়ামী লীগকে সহযোগিতা করবে অঙ্গ-সংগঠনগুলো। এটাই আমাদের সাংগঠনিক দায়িত্ব।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাকেই দেওয়া হোক, আমাকে বা অন্য কাউকে, তাতে কোনো দুঃখ নেই। উপজেলা আওয়ামী লীগ ছাড়া কি কেউ নির্বাচন করতে পারবে? এই উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়েই নির্বাচন করতে হবে। কাজেই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল বিভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। নৌকাকে জয়ী করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে এবং নৌকায় ভোট দিতে হবে।
সভায় জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজুর ইসলাম, সানোয়ার হোসেন, অ্যাডভোকেট আলমগীর বাদশা, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, অ্যাডভোকেট মোহাম্মদ কহিনুর ইসলাম সানি, জেলা আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সালেহা জাহান, ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা-ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।