ছয় রাউন্ড গুলিসহ একজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র্যাবের অভিযানে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করা হয়েছে

ছয় রাউন্ড গুলিসহ একজন গ্রেফতার
প্রতিকী ছবি

প্রথম নিউজ, চাঁপাইনবাবগঞ্জ:  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র্যাবের অভিযানে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত ১২টার দিকে গোমস্তাপুর উপজেলার কানসাটগামী পাকারাস্তাসংলগ্ন লক্ষ্মীনারায়ণপুর মোড় থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার ডালিম ইসলাম (৩৫) গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টার দিকে গোমস্তাপুর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর মোড়ে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে এ অভিযানটি চালায়। কোম্পানি অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার ওমর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নিয়ে ম্যাগাজিন, গুলিসহ ডালিমকে গ্রেফতার করতে সক্ষম হয়। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডালিম দীর্ঘদিন ধরে অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা রুজু করা হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom