সাভারে ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

আজ রোববার (২০ মার্চ) সকালে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকার আসকারি ফ্যাশন লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

সাভারে ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম নিউজ, সাভার: সাভারের আশুলিয়ায় ছাঁটাইয়ের প্রতিবাদে একটি তৈরি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা। আজ রোববার (২০ মার্চ) সকালে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকার আসকারি ফ্যাশন লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায়, প্রায় ৩০০ জন শ্রমিক ওই পোশাক কারখানায় কাজ করেন। ১৬ মার্চ নানা অজুহাতে ৩০ জন শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। এর আগে তাদের মারধরও করা হয়। মারধরের প্রতিবাদ ও চাকরিতে বহালের দাবিতে সকাল থেকে ওই কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা।

ছাঁটাই হওয়া শ্রমিক মোছা. সাথী বেগম বলেন, আমাদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার কথা ছিল ১০ মার্চ। আমরা ১০ তারিখে বেতন চাইলে ১৬ তারিখ বেতন দেওয়ার দিন ধার্য করেন কারখানা কর্তৃপক্ষ। আমরা ১৬ মার্চ পর্যন্ত ঠিকঠাক কাজ করি। বিকেল গড়িয়ে গেলেও আমাদের বেতন না দিয়ে তালবাহানা করে। পরে আমরা কাজ বন্ধ করে দেই। এ সময় কারখানার পিএমের মাধ্যমে আমাদের অ্যাডমিন অফিসে ডেকে নেওয়া হয়। সেখানে আমাদের উল্টাপাল্টা কথা বলেন। তারা আমাদের কথা শুনতে চাই না। 

ডিরেক্টর স্যার আর অ্যাডমিন স্যার আমাদের মারধর শুরু করেন। একজনকে মারধর করা শুরু করলে অন্যান্য শ্রমিকরা চলে যায়। পড়ে আমরা বসে ছিলাম। এ সময় বাইরে থেকে কারখানায় কিছু লোকজন ঢুকিয়ে আমাদের বেতন দেওয়া শুরু করে। সবাইকে বেতন দিলেও আমাদের ৩০ জনকে বসিয়ে রাখেন। পরে রাত ১০টার দিকে আমার বেতন দিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেন আর আইডি কার্ড রেখে বের করে দেন।

এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. জাকিরুল ইসলাম অনুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।  শিল্প পুলিশ-১ এর উপপরিদর্শক (এসআই) হালিম বলেন, আসলে শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষকে মারধর করেছেন। এ কারণে তাদের ছাঁটাই করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারোশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আল কামরান বলেন, আইন না মেনে শ্রমিকদের ছাঁটাই করা দুঃখজনক। আমরা চাই শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করা হোক। সামনে ঈদ, এ সময় যদি শ্রমিকদের ছাঁটাই করে দেওয়া হয় তাহলে তাদের পুরো পরিবার ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবে। দ্রুত তাদের পুনর্বহালের দাবি জানাচ্ছি। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom