নারায়ণগঞ্জে তেলবাহী গাড়ির চাকা ফেটে কলেজশিক্ষক নিহত

নারায়ণগঞ্জে তেলবাহী গাড়ির চাকা ফেটে কলেজশিক্ষক নিহত
নারায়ণগঞ্জে তেলবাহী গাড়ির চাকা ফেটে কলেজশিক্ষক নিহত

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জ্বালানি তেলবাহী গাড়ির সামনের চাকা ফেটে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী। রোববার দুপুর ১২টার দিকে সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জসিম উদ্দিন (৩৫)। তিনি ঢাকার মিরপুর পল্লবী এলাকার বাসিন্দা। তিনি মিরপুরের একটি কলেজের শিক্ষক ছিলেন। সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর স্ত্রী জোবাইদা শারমীন একই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাসচালক সুজন মিয়া জানান, দুপুর ১২টার দিকে সানারপাড় মাছের আড়ত এলাকায় তিনি একটি দোকানে তাঁর গাড়ির ব্যাটারি চার্জ করাচ্ছিলেন। সড়কের পাশে ওই শিক্ষক ও তাঁর স্ত্রী গাড়ির জন্য দাঁড়িয়েছিলেন। হঠাৎ ঢাকাগামী জ্বালানি তেলবাহী গাড়ির সামনের বাঁ পাশের চাকা বিকট শব্দে ফেটে যায়। চাকার লোহার রিংয়ের টুকরা এসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জসিম উদ্দিনের তলপেটে ও তাঁর স্ত্রীর বাঁ পায়ে আঘাত করে। এতে তাঁরা রক্তাক্ত জখম হন।

বাসচালক সুজন মিয়া আরও বলেন, কেউ এগিয়ে না আসায় তিনি জসিম উদ্দিন ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে প্রথমে সাইনবোর্ড প্রোঅ্যাকটিভ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জসিম উদ্দিনের স্ত্রী জোবাইদা শারমীনের মামাতো ভাই সাব্বির মাহমুদ বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিম উদ্দিনের মৃত্যু হয়েছে। তাঁর বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরও বলেন, তাঁর ভগ্নিপতি মিরপুর একটি কলেজের শিক্ষক। তবে তিনি কোন কলেজে শিক্ষকতা করেন, তা জানাতে পারেননি তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জে দুর্ঘটনায় আহত এক শিক্ষক ও তাঁর স্ত্রীকে রোববার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক জসিম উদ্দিনের মৃত্যু হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom