বাবা-ছেলে, বেয়াই ও নাতজামাই মিলে গরু চুরি

বদলগাছি থানা-পুলিশ ও জয়পুরহাটের আক্কেলপুর থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই চোরাই গরু-ছাগল উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বাবা-ছেলে, বেয়াই ও নাতজামাই মিলে গরু চুরি

প্রথম নিউজ, নওগাঁ : নওগাঁর বদলগাছি উপজেলার তেঁতুলিয়া গ্রাম থেকে ১২টি গরু ও একটি চোরাই ছাগল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ মার্চ) বদলগাছি থানা-পুলিশ ও জয়পুরহাটের আক্কেলপুর থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই চোরাই গরু-ছাগল উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অভিযানের সময় জব্দ করা হয় গরু-ছাগল চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি। গ্রেপ্তার করা হয় গরুচোর চক্রের ওই সদস্যদের। এ ঘটনায় থানায় গরু চুরি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

জানা গেছে, জেলার বিভিন্ন স্থান থেকে গরু চুরি করে জাকির হোসেন ও তার স্বজনদের বাড়ির গোয়ালঘরে বেঁধে রাখা হতো। গরু চোর চক্র গড়ে তুলেছিলেন জাকির হোসেন ও তার ছেলে আবদুস সবুর, বেয়াই রুহুল আমিন ও নাতজামাই তানজিদ আহাম্মেদ।
 
কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম বলেন, জাকির হোসেন ও পরিবারের সদস্যরা রাজকীয়ভাবে চলাফেরা করতেন। জাকির হোসেন পেশায় একজন গরু চোর। পরিবারে অন্য সদস্যরাও গরু চুরির কাজে যুক্ত ছিলেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ও বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গরু চোর চক্রের সদস্য জাকির হোসেন, তার ছেলে, বেয়াই ও নাতজামাইকে গ্রেপ্তার করা হয়েছে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom