ত্রিমুখী সংঘর্ষে নিভে গেল ৩ জীবন প্রদীপ

প্রথম নিউজ, ডেস্ক : কক্সবাজারের চকরিয়া উপজেলায় শ্যামলী পরিবহণের একটি বাস, মালবাহী পিকআপ ও লবণবাহী ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
রোববার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়ার মইক্কারঘোনা ঢালায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শ্যামলী বাসের চালক ও মাদারীপুর জেলার মৃত ইছাহাক আকবরের ছেলে বজলুল হক (৪০), ঢাকার ধামরাই এলাকার সিকিম আলীর ছেলে মো. আলাল (২৮) ও মহেশখালী উপজেলার ছাইরারডিল গ্রামের মৌলানা আহসানউল্লাহর ছেলে মৌলানা হালেক (৩০)।
স্থানীয় ইউপি সদস্য ছলিমউল্লাহ জানান, মইক্ক্যাঘোনার ঢালায় শ্যামলী পরিবহণের একটি বাসের সঙ্গে মালবাহী পিকআপ ও লবণবোঝাই ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এ ছাড়া কমবেশী অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছেন মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শাফায়েত হোসেন।
তিনি বলেন, খুটাখালী মইক্ক্যাঘোনার ঢালায় কক্সবাজার থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহণের একটি বাসের সঙ্গে মালবাহী পিকআপভ্যান ও লবণবোঝাই ভ্যানের সংঘর্ষ হয়।
এতে ভ্যানচালক ও বাস এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। লবণবোঝাই ভ্যানটি পিকআপভ্যানকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। গাড়ি তিনটি জব্দ করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: