সীতাকুণ্ডে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। চলন্ত অবস্থায় গাড়ির ইঞ্জিন থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সাইফুল উল্লাহ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নিউ এডিশন নামক যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্টো— ব— ১৩—০০০১) বাড়বকুণ্ড বাজার অতিক্রমকালে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় চালক বাসটিকে বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয়ের সামনে থামিয়ে হেল্পারসহ পালিয়ে যায়। যাত্রীরা কোনোমতে গাড়ি থেকে নেমে বিপদ মুক্ত হন। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে আগুন কিছুটা নিন্ত্রয়ণে আনে। বারোআউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews