সিলেট সিটি করপোরেশনের ভোট ২১ জুন
প্রথম নিউজ, সিলেট : সিলেট সিটি করপোরেশনসহ (সিসিক) দেশের পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২১ জুন সিসিক নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ মে। খুলনা ও বরিশাল সিটির ভোট হবে ১২ জুন। আর রাজশাহী ও সিলেটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ জুন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছরের ৭ নভেম্বর।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: