নতুন বৈদ্যুতিক তারে ঝোলাঝুলি খেলা, প্রাণ গেল ২ শিশুর
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নির্মাণাধীন বৈদ্যুতিক খুঁটির তারে ঝোলাঝুলি খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে

প্রথম নিউজ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নির্মাণাধীন বৈদ্যুতিক খুঁটির তারে ঝোলাঝুলি খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কালইর গ্রামের সাবাইতাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু হলো— উপজেলার কালইর দীঘিপাড়া এলাকার মাসুদ রানার ছেলে সজীব (১০) ও একই গ্রামের মিঠুর কন্যা লামিয়া (৯)।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি সেলিম রেজা। স্থানীরা জানান, নাচোল উপজেলার কালইর গ্রামের সাবাইতাড়া এলাকায় উচ্চ ক্ষমতাসম্পন্ন সংযোগ লাইন স্থাপনের কাজ চলছিল। এ সময় সেই নতুন বৈদ্যুতিক তার ধরে দুজন শিশু ঝুলাঝুলি খেলছিল। বিষয়টি নির্মাণাধীন শ্রমিকরা লক্ষ্য করে দুই শিশুকে সেখান থেকে সরে যেতে বলেন। তার পরও তারা তার ধরে ঝুলতে থাকে। এ অবস্থায় মেশিনের মাধ্যমে সেই তার বৈদ্যুতিক খুঁটিতে স্থাপন করা শুরু হয়। এতে বৈদ্যুতিক তারগুলো ওপরের দিকে উঠতে থাকে। এ সময় দুই শিশু দুটি তারে ঝুলতে থাকে।
অনেক বেশি ওপরে উঠে গেলে দুজনেরই তার থেকে হাত ছুটে নিচে শক্ত জমিতে আছড়ে পড়ে এবং গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন তারা মারা যায়।
নাচোল থানার ওসি সেলিম রেজা জানান, নাচোল উপজেলার কালইর গ্রামের সাবাইতাড়া এলাকায় উচ্চ ক্ষমতাসম্পন্ন সংযোগ লাইন স্থাপনের কাজ চলছিল। এ সময় মেশিনের সাহায্যে দূর থেকে তার টাঙানো শুরু হলে শিশু দুটি বৈদ্যুতিক তার ধরে রাখা অবস্থায় ওপরে উঠে যায়। একপর্যায়ে সেখানে ঝুলন্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে মর্মান্তিক এ ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: