ভাওয়াল জাতীয় উদ্যানে নারীর লাশ

ভাওয়াল জাতীয় উদ্যানে নারীর লাশ

প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে হাতের রগ কেটে ও গলায় ওড়না পেঁচিয়ে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে তার লাশ বনবিভাগের মাস্টারবাড়ি অফিসের পাশে ভাওয়াল জাতীয় উদ্যান থেকে উদ্ধার করেছে গাজীপুর মেট্রপলিটন পুলিশ- জিএমপির সদর থানা। আনুমানিক ৩০ বছর বয়সের ওই নারীর নাম পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তার পরনে নেভী ব্লু ও সাদা প্রিন্টের সেলোয়ার ও কামিজ রয়েছে।

জিএমপি সদর থানার এসআই মো: আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও বনবিভাগের মাস্টারবাড়ি অফিসের পাশে ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতর এক অজ্ঞাত নারীর (৩০) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতের ডান হাতের কব্জিতে ধারালো অস্ত্র দিয়ে রগ কাটা ও গলায় ওড়না পেঁচানো ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যার পর গুম করার উদ্দেশে লাশ সেখানে ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এসআই মো: আসাদুজ্জামান।