কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রোগিণীকে মারধর করে হাসপাতাল থেকে বের করে দেয়ার অভিযোগ
হাসপাতালের বরাদ্দ ভাতের চেয়ে সন্তানদের জন্য একটু বেশি চাওয়ায় তাকে এমন হেনস্থা করা হয় বলে থানায় অভিযোগ করেছেন দরিদ্র ওই নারী।
প্রথম নিউজ,গাজীপুর: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক রোগিণীকে দলবল নিয়ে মারধর করে হাসপাতাল থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে রাকিব নামে এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। হাসপাতালের বরাদ্দ ভাতের চেয়ে সন্তানদের জন্য একটু বেশি চাওয়ায় তাকে এমন হেনস্থা করা হয় বলে থানায় অভিযোগ করেছেন দরিদ্র ওই নারী।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নির্যাতিতা ওই গৃহবধূ টঙ্গী পূর্ব থানায় অভিযোগ করেছেন। ওই নারী রাজধানীর উত্তরার বাসিন্দা বলে জানা গেছে।
বুধবার থানায় দায়ের করা ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জানা গেছে, স্বামী কর্তৃক শারীরিক নির্যাতনে অসুস্থ হয়ে ওই গৃহবধূ গত ৫ নভেম্বর টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি হন। হাসপাতাল থেকে যে খাবার দেয়া হতো তা নিজে না খেয়ে তার দুই শিশুসন্তানকে খাওয়াতেন। অবশেষে তিনি জঠরের জ্বালা মেটাতে দুমুঠো ভাত বেশি দেয়ার জন্য হাসপাতালের ওয়ার্ড বয়ের কাছে দাবি জানান। ওয়ার্ডবয় ওই নারীকে অতিরিক্ত ভাতের বিনিময়ে তার সাথে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এ ঘটনায় ওই নারী ওয়ার্ডবয়ের বিচার চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নালিশ করেন। এতে ওয়ার্ডবয় ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার দলবল নিয়ে ওই নারীকে মারধর করে হাসপাতাল থেকে বের করে দেয়। এর আগে তার কাছ থেকে জোরপূর্বক মুচলেকা নেয়া হয়। এতে নিরুপায় হয়ে তিনি গত বুধবার টঙ্গী পূর্ব থানায় অভিযোগ করেন।
যোগাযোগ করা হলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: জাহাঙ্গীর আলম বলেন, আমরা রোগিণীর অভিযোগ পেয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: পারভেজ হাসানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তে ওয়ার্ডবয়ের (আউটসোর্সিং কর্মচারী) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
তদন্ত কমিটির প্রধান আরএমও পারভেজ বৃহস্পতিবার নয়া দিগন্তকে জানান, তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়নি। সদ্য বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের অনুসারীরা হাসপাতালের দুর্নাম করার জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) জাভেদ মাসুদ বলেন, একজন রোগিণী হাসপাতাল থেকে মারধর করে বের করে দেয়ার অভিযোগ করেছেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করায় অভিযোগটি আপাতত পেন্ডিং রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: