যশোরে চা দোকানিকে ছুরিকাঘাতে হত্যা
শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রথম নিউজ,যশোর: যশোরে সাব্বির (২০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
আজ রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই এলাকার আকবর আলীর ছেলে। তিনি চায়ের দোকান করতেন।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে সাব্বির ও তার বন্ধুরা বাস টার্মিনাল এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে গেলে সাব্বিরের সঙ্গীরা পালিয়ে যান। একা পেয়ে সাব্বিরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে চলে যান তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।
তারা আরও জানান, গত পৌর নির্বাচনে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নয়নের বিপক্ষে অবস্থান নেয়ায় সাব্বিরের ওপর হামলা করা হয়। এছাড়া পাশের ছোটনের মোড়ে গত ২২ জুলাই রাতে শাওন ওরফে টুনি শাওনের হত্যার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে যশোর গোয়েন্দা পুলিশের (ওসি) রূপণ কুমার সরকার জানান, পূর্ব বিরোধের জেরে চা দোকানি সাব্বিরকে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: