পরকীয়ার জেরে শ্যালিকার বিয়ে ভাঙলেন দুলাভাই, আপত্তিকর ছবি!
অভিযোগে অভিযুক্ত মো. শেখ আজিজুল হাকিমকে আটক
প্রথম নিউজ, সুনামগঞ্জ : শ্যালিকার বিয়ের খবর জানতে পেরে আপত্তিকর ছবি ছেলে পক্ষকে দেখিয়ে বিয়ে ভাঙলেন দুলাভাই।
ঘটনাটি ঘটে সুনামগঞ্জের ছাতকে। জানা গেছে, আপত্তিকর ছবি প্রকাশ করে বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগে অভিযুক্ত মো. শেখ আজিজুল হাকিমকে (৩০) আটক করেছে থানা পুলিশ।
তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়েরের পর গতকাল রবিবার দুপুরে সুনামগঞ্জ আদালদের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার দক্ষিণ গড়গাঁও গ্রামের মৃত আফরোজ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, লম্পট আজিজুল হাকিম সম্প্রতি ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নে কৈতক গ্রামে এক কিশোরীকে বিয়ে করে। বিয়ের পর থেকেই সে শ্বশুর বাড়িতে আসা-যাওয়ার এক পর্যায়ে ১৮ বছর বয়সী শ্যালিকার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হয়। প্রায় সময়ই মোবাইল ফোনে ইমুর মাধ্যমে ভিডিও কলে শ্যালিকার সঙ্গে আজিজুল হাকিমের কথা হতো। এই সুবাধে আজিজুল হাকিম এন্ড্রয়েড মোবাইলে কথা বলার সময় শ্যালিকার অপত্তিকর ছবি সংরক্ষণে রেখে দেয়।
সম্প্রতি শ্যালিকার বিয়ের আলাপ নিয়ে ছেলে পক্ষ বাড়িতে দেখতে এসে দু’পক্ষের মধ্যে বিয়ের চূড়ান্ত কথাবার্তা হয়। এদিকে, শ্যালিকার বিয়ের খবর জানতে পেরে লম্পট আজিজুল হাকিম শ্যালিকার অপত্তিকর ছবি ছেলে পক্ষকে দেখানোর পরই বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে ছেলে পক্ষ।
এ ঘটনায় আজিজুল হাকিমের (স্ত্রীর বড় ভাই) সম্বন্ধী শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর আজিজুল হাকিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনের মামলা নথিভুক্ত করে পুলিশ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews