আগুনে পুড়ে একজনের মৃত্যু, নিঃস্ব তিন পরিবার
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গত তিনদিনে পৃথক পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে

প্রথম নিউজ, টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গত তিনদিনে পৃথক পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মারাত্মক দগ্ধ হয়েছেন একজন। পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর, জমির দলিল, নগদ টাকা, টেলিভিশন, ফ্রিজ, ধান-চাল, আসবাবপত্র, গরু-ছাগল। সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অন্তত তিনটি পরিবার। গত তিনদিনে এমন বেশ কয়েকটি ঘটনায় আতঙ্ক বিরাজ করছে উপজেলাজুড়ে। বিদ্যুতের শর্টসার্কিট, রান্নাঘরের চুলা এবং পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্তরা। জানা যায়, গত মঙ্গলবার গবাদিপশুকে আগুনের হাত থেকে বাঁচাতে গিয়ে মারাত্মক দগ্ধ হয় এক দম্পতি। গত মঙ্গলবার গভীর রাতে দিঘলকান্দি ইউনিয়নের তেরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীকে গত বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ সময় প্রতিবেশী শিহাব হোসেন জানান, গত মঙ্গলবার রাত ১১টার দিকে তেরবাড়িয়া গ্রামের কৃষক শাহাদৎ হোসেন সাধুর গোয়াল ঘরে আগুন লাগে। স্থানীয়রা প্রায় দুই-তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। শাহাদৎ হোসেন মেয়ে নারগিস আক্তার জানান, তার বাবার শরীর প্রায় ৭০-৭৫ শতাংশ এবং মায়ের শরীরের প্রায় ৪০-৪৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েন চিকিৎসকরা। তাদেরকে মারাত্মক আহত অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করে দু’জনকেই চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ভোরে গৃহকর্তা শাহাদৎ হোসেন সাধু (৫৫) মারা যান। এদিকে একই রাতে উপজেলার জামুরিয়া ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে ফরহাদ হোসেনের বাড়ির গোয়ালঘরে আগুন লেগে দু’টি গরু দগ্ধ হয়েছে। অপরদিকে উপজেলার আঠারদানা গ্রামে গত মঙ্গলবার বেলা ১১টায় হুরমুজ আলী নামে এক ব্যক্তির বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অসহায় হুরমুজ আলী পেশায় একজন অটোভ্যান চালক। তার একার রোজগারে ৫ জনের সংসার চলতো বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
তিনি বলেন, এনজিও থেকে টাকা উঠিয়ে এই ভ্যানগাড়ি, একটা ফ্রিজ, টেলিভিশন কিনেছিলাম। ঘরে কিছু খাবার, ধান-চাল মজুত ছিল, জমির দলিল ছিল, আসবাবপত্রও ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের লক্ষিন্দর গ্রামে সোহেল মিয়ার লেবু বাগানের টং ঘরে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মালিকের দাবি এলাকার কিছু বখাটে ছেলে প্রায় সময় আমার বাগানে এসে নেশা করার চেষ্টা করতো। আমি বাধা দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে এমন কাজ করেছে বলে মনে হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews