চাঁদপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান ফের কারাগারে

বুধবার (৪ অক্টোবর) দুপুরে মতলব উত্তর আমলি আদালতের বিচারক নাজমুল হাসান চৌধুরী তার জামিন না মঞ্জুর করে এ আদেশ দেন।

চাঁদপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান ফের কারাগারে

প্রথম নিউজ, চাঁদপুর: চাঁদপুরের মতলবে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে যুবলীগকর্মী নিহতের ঘটনায় করা মামলায় মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে মতলব উত্তর আমলি আদালতের বিচারক নাজমুল হাসান চৌধুরী তার জামিন না মঞ্জুর করে এ আদেশ দেন। সকালে তিনি স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন আবেন করেন। এর আগে এ মামলায় তিনি আড়াই মাস কারাগারে ছিলেন।

চলতি বছরের ১৭ জুন হত্যার ঘটনায় নিহত যুবলীগ কর্মীর ভাই আমির হোসেন কালু চেয়ারম্যান কাজী মিজানকে প্রধান আসামি করে ৩১ জনের নামে মতলব উত্তর থানায় মামলা করেন। ওই মামলায় পরদিন সকালে কাজী মিজানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে গত ৩ সেপ্টেম্বর চাঁদপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেলিম মিয়া জানান, মোবারক হোসেন বাবু হত্যা মামলায় প্রধান আসামি কাজী মিজানুর রহমান উচ্চ আদালতের দেওয়া জামিন ৮ সপ্তাহের জন্য স্থগিত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ জামিনের স্থগিতাদেশ দেন। ১২ সেপ্টেম্বর জামিন স্থগিতাদেশের সুপ্রিম কোর্টের কপি চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছে।

এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জামিন ৮ সপ্তাহের জন্য স্থগিতের খবরে মামলার নির্ধারিত তারিখ ১২ সেপ্টেম্বর আসামি কাজী মিজানুর রহমান আদালতে হাজির হননি এবং তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়।

গত ৩১ আগস্ট হাইকোর্ট থেকে কাজী মিজান, কাজী মতিন ও কাজী হাবিব জামিন পেলে ওই দিনই মামলার বাদী ও নিহত বাবুর ভাই আমির হোসেন কালু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামিন বাতিল চেয়ে আবেদন করেন। আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত কাজী মিজানুর রহমানকে উচ্চ আদালতের দেওয়া জামিনের ওপর ৮ সপ্তাহের স্থগিতাদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেলিম মিয়া ও অ্যাডভোকেট আল আমিন উজ্জ্বল জানান, উচ্চ আদালতে তথ্য গোপন করে কাজী মিজান জামিনে বের হয়েছিল। আমরা বাবু হত্যা মামলায় ন্যায় বিচার প্রত্যাশা করি।