১৭ বছর পর কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর

বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

১৭ বছর পর কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর

প্রথম নিউজ, অনলাইন: দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। সব মামলায় খালাস পাওয়ার পর কারামুক্ত হলেন তিনি। তার মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ঢল নামে। নেতার মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে অবস্থান করেন স্বজন ও নেতাকর্মীরা। কারামুক্তির পর কারা ফটক থেকে তাকে বরণ করে নেন নেতাকর্মীরা। দলীয় পতাকা হাতে সকাল থেকেই নেতাকর্মীরা দলে দলে কারাগারের সামনে আসতে শুরু করেন। পরে কারাগারের সামনে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। 

গত মঙ্গলবার চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজন খালাস পান। প্রায় সাড়ে ১৭ বছর আগে গ্রেপ্তার বিএনপি’র এই নেতার বিরুদ্ধে এটিই ছিল সর্বশেষ মামলা। এ মামলায় খালাসের পর তার মুক্তি পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন আইনজীবী। 

এর আগে গত ১৮ই ডিসেম্বর চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ড থেকে লুৎফুজ্জামান বাবরসহ ছয়জন খালাস পান। লুৎফুজ্জামান বাবর ছাড়া খালাসপ্রাপ্ত অপর চারজন হলেন রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, তৎকালীন মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন।