আ.লীগের সোনার ছেলেরা সংঘাতের সাথে জড়িত : রিজভী

পূজামন্ডপে হামলার ঘটনা ধামাচাপা দিতে সরকার বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে

আ.লীগের সোনার ছেলেরা সংঘাতের সাথে জড়িত : রিজভী
মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে জায়নামাজ ও খাবার বিতরণ

প্রথম নিউজ, ঢাকা: আওয়ামী লীগের সোনার ছেলেরা সংঘাতের সাথে জড়িত বলে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রদায়িক হামলার ঘটনার রহস্য এখন আস্তে আস্তে গর্তের মধ্য থেকে বিষাক্ত সাপের মতো বেরিয়ে আসছে। হাজীগঞ্জে যাদেরকে সংঘাত করতে দেখা গেছে তারা সকলেই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। এখন এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য দৃষ্টি অন্যদিকে নেয়ার চেষ্টা করছে সরকার। এখন বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছেন কিন্তু বিএনপি নেতাকর্মীরা কি ওই স্পটে ছিলেন? বিএনপি নেতাকর্মীদের কি কেউ দেখেছে? তাহলে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন কেন? যুবদল ছাত্রদল নেতাদের গ্রেপ্তার করছেন কেন?  আপনাদের সোনার ছেলেরা তারা এই সংঘাতের সাথে জড়িত এটা গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। 

আজ শুক্রবার সকালে এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় মহানগর দক্ষিন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একদল নেতা-কর্মীর আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে জায়নামাজ ও খাবার বিতরণে এই অনুষ্ঠান হয়।

রুহুল কবির রিজভী বলেন, এই যে ঘটনা(পূজামন্ডপে হামলা)। এখন আস্তে আস্তে গর্তের ভেতর থেকে বিষাক্ত সাপ বেরুচ্ছে। হাজীগঞ্জে যাদেরকে দেখা গেছে সংঘাত সৃষ্টি করতে তারা সবই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের লোক। হৃদয়, খোকন, মেহেদি..। এখন এটাকে ধামাচাপা দেয়ার জন্য, দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য তারা(সরকার) চেষ্টা করছে। এখন বিএনপির নেতাদের নামে মামলা দিয়েছেন। বিএনপি নেতারা কী ওই স্পটে ছিলেন? বিএনপি নেতা-কর্মীদেরকে কী কেউ দেখেছে? তাহলে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন কেনো? যুব দল-ছাত্র দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছেন কেনো? এজন্য করছেন যে, আপনাদের ছাত্রলীগের সোনার ছেলেরা এই সংঘাতের সাথে জড়িত এটা গণমাধ্যমে সুস্পষ্টভাবে প্রকাশ হয়ে গেছে।”

কুমিল্লার ঘটনায় গ্রেফতার হওয়া ইকবালের নাম উল্লেখ না করে রুহুল কবির রিজভী বলেন, আজকে হিন্দু সম্প্রদায়ের নেতারাও বলেছেন, এই যে একজন ভবঘুরের কথা তারা আবিস্কার করলেন। তারা(হিন্দু সম্প্রদায়ের নেতারা) বলছেন, এটা একটা সাজানো নাটক, এটা কোনো একটা সরকারের ওই দৃষ্টিটাকে ভিন্নখাতে প্রবাহিত করা। যারা অপরাধ করবে, অপকর্ম করবে, সংঘাত করবে তারা সমাজের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করবে, করে নিজেরা দেখাবে আমরা ওইটাকে সামাল দিতে পারি। আর এই সমাল দিতে গিয়ে কত জীবন যে তারা কেড়ে নেয়, কত রক্ত যে রাস্তার ওপর তারা আলপনা আঁকে এটার বলার শেষ নেই। এই কাজটাই আওয়ামী সরকার ও তার প্রধান করে আসছেন।”

তিনি বলেন, আজকে জনগন এবং আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে সুস্পষ্ট বাংলাদেশে যত সাম্প্রদায়িক হানাহানি হয়েছে এটা অত্যন্ত পরিকল্পিত, কৃত্রিম। এটা সরকার জড়িত হয়ে করে তারা তাদের ষড়যন্ত্র-চক্রান্ত-নীলনকশার মাধ্যমে এই কাজগুলো করেছে। কারণ তাদের ব্যর্থতা এতো বেশি সেই ব্যর্থতা তাদেরকে তো আড়াল করতে হবে। তাদের আড়াল করার জন্যই তারা এ্ই কাজগুলো করছে।”

রিজভী বলেন, আজকে অসময়ে দেশে বন্যা। তিস্তা নদীর পানি ভারতের উজানে ডজলডোবা সেখানে বাঁধের সব গেইট খুলে দেয়া হয়েছে। আর এই অসময়ে বাংলাদেশের উত্তরাঞ্চল একেবারে প্লাবিত হয়ে গেছে। ফারাক্কা ব্যারেজের গেইট খুলে দেয়া হয়েছে। আজকে রাজবাড়ী ডুবে গেছে। কোথায় আপনি(সরকার) এই ব্যাপারে তো প্রতিবাদ করেননি। আপনি তো বলেননি যে, তিস্তার উজানে ভারতীয় অঞ্চলে যে গজলডোবার যে গেইটগুলো খুলে দিলেন এবং এই অসময়ে এই অক্টোবর মাসের শেষ পর্যায়ে কখনো বন্যা হয় না। অথচ বাংলাদেশের নীলফামারী তলিয়ে যাচ্ছে, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুরের নিম্নাঞ্চল এখন প্লাবিত। এটা সরকারের নতজানু নীতির কারণেই এগুলো হচ্ছে।

মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক দলের নেতা নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহানগর দক্ষিন বিএনপির সভাপতি আবদুস সালাম। অনুষ্ঠানে বিএনপির আবদুস সালাম আজাদ, আমিনুল ইসলাম, মহানগর দক্ষিনের স্বেচ্ছাসেবক দলের মিজানুর রহমান বিল্লাল, যুব দল দক্ষিনের সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom