নির্ধারিত সময়ে যোগদান না করে চাকরি হারালেন ডিএসসিসির কর্মকর্তা
প্রথম নিউজ, ঢাকা : অনুমতি ব্যতীত ভিন্ন কোর্সে অংশগ্রহণ ও নির্ধারিত ৫ বছর সময়ের মধ্যে যোগদান না করায় এক কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
চাকরিচ্যুত হওয়া সেই কর্মকর্তা হলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ সাবেক নির্বাহী প্রকৌশলী (অতি. দায়িত্ব) আবুল কালাম মোহাম্মদ আজাদ।
বুধবার (৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র আবু নাছের।
এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান একটি দপ্তর আদেশ জারি করে ওই কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন।