জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা : হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের রায় আজ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা : হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের রায় আজ

প্রথম নিউজ, অনলাইন :  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের সাজা বাড়ানোর রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। আজ বুধবার রায় ঘোষণা করবেন সর্বোচ্চ আদালত। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের শুনানির পর রায়ের জন্য রাখেন। 

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল ও কায়সার কামাল।
কাজী সালিমুল হক কামালের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, ও মোহাম্মদ অনীক রুশদ হক। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আসিফ হাসান।

সর্বোচ্চ আদালতের রায়ে খালেদা জিয়া খালাস পাবেন বলে প্রত্যাশা তাঁর আইনজীবীদের।
অনাথ শিশুদের জন্য অনুদান হিসেবে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানসহ আরো চারজনের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন।