ডকইয়ার্ড এমডি ইয়াসিনের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ

রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ডকইয়ার্ড এমডি ইয়াসিনের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ
ডকইয়ার্ড এমডি ইয়াসিনের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ

প্রথম নিউজ, অনলাইন: জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ডকইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াসিন চৌধুরীরকে ১ হাজার ২৪৩ কোটি ৫৩ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের ঘটনায় বিএফআইইউ, সিআইডি, দুদককে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তদন্ত করে দুই সপ্তাহের মধ্যে তাদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

দুদকের আইনজীবী মো খুরশীদ আলম খান বিষয়টি নজরে আনেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।  পরে ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মানিক সাংবাদিকদের বলেন, এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াসিন চৌধুরীর ব্যাংক ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ১ হাজার ২৪৩ কোটি ৫৩ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের ঘটনায় দুই সপ্তাহের সুয়োমুটো রুল দিয়েছেন আদালত। একইসঙ্গে ইয়াসিন চৌধুরীর বিদেশ চলে যাওয়ার ঘটনা বিএফআইইউ, সিআইডি ও দুদককে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। আগামী ৯ই মার্চ পরবর্তী শুনানির জন্য রাখা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom