হাইকোর্টে ঢাকাসহ ৬ জেলার ২৪৭ বিএনপি নেতাকর্মীর জামিন
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ জেলায় নাশকতার অভিযোগে দায়ের করা পৃথক মামলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ ২৪৭ জন বিএনপি নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে বিএনপি নেতাকর্মীরা হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। এ সময়ের মধ্যে তাদেরকে স্ব স্ব দায়রা আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীদের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল, আব্দুল জব্বার ভূইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মো: কামাল হোসেন, মাহবুবুর রহমান খান, মাহদীন চৌধুরী প্রমুখ। তাদেরকে সহায়তা করেন আইনজীবী মনিরুজ্জামান আসাদ, জহিরুল ইসলাম সুমন, দেওয়ান রিপন, জহিরুল ইসলাম মুকুল, কে আর খান পাঠান, রুকনুজ্জামান সুজা, নুরুল হুদা, মাকসুদ উল্লাহ, সাগর হোসেন, নুরে আলম সিদ্দিকী, শাহিন হোসেন, রাহেমীন চৌধুরী, অ্যাড. ডাবলু, রবিউল আলম সৈকত, উজ্জল হোসেন, শেখ জুলফিকার আলম শিমুল, মু: কাইয়ুম, আতিকুর রহমান সোহান, অ্যাডভোকেট টিটু, মো: জিয়াউর রহমান প্রমুখ।
আইনজীবীরা জানান, জামিনপ্রাপ্তদের মধ্যে ঢাকা জেলায় দায়েরকৃত রাজনৈতিক মামলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাকসহ ১১৫ জন বিএনপি নেতাকর্মীকে হাইকোর্ট আগাম জামিন দিয়েছেন। এছাড়া নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার আরো ১৩২ জন বিএনপি নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ জেলায় দায়ের করা পৃথক রাজনৈতিক মামলায় ২৪৭ জন বিএনপি নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ মামলাগুলোর আইনগত ভিত্তি নেই। আদালতে আমাদের আবেদনে এসব বিএনপি নেতাকর্মীকে আজ জামিন দিয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews