হাইকোর্টে ৫ জেলার ২০৬ বিএনপি নেতাকর্মীর জামিন

হাইকোর্টে ৫ জেলার ২০৬ বিএনপি নেতাকর্মীর জামিন
হাইকোর্টে ৫ জেলার ২০৬ বিএনপি নেতাকর্মীর জামিন

প্রথম নিউজ, অনলাইন ডেস্কমুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার বিভিন্ন থানায় ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা পৃথক মামলায় ২০৬ জন বিএনপি নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে বিএনপি নেতাকর্মীরা হাজির হয়ে আবেদন করলে আদালত তাদের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। এ সময়ের মধ্যে তাদের স্ব স্ব দায়রা আদালতে আত্মসমর্পন করতে নির্দেশ দেয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীদের পক্ষে মামলা পরিচালনা করেন বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার শফিউল আলম মাহমুদ, অ্যাড. মোঃ কামাল হোসেন, অ্যাড. মাকসুদ উল্লাহ, অ্যাড. উজ্জল, সালেহ আকরাম প্রমুখ।

আইনজীবীরা জানান, জামিনপ্রাপ্তদের মধ্যে মুন্সিগঞ্জ জেলায় বিস্ফোরক আইনে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়েরকৃত মামলায় ১৫৯ জন বিএনপি নেতাকর্মীকে হাইকোর্ট আগাম জামিন দিয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার বিভিন্ন থানায় দায়ের করা মামলায় আরো ৪৭ জন বিএনপি নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মামলাগুলোর এফআইআরে বলা হয়েছে, ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ উপলক্ষে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ প্রচার মিছিল করার সময় দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রচেষ্টা করে। তারই অংশ হিসেবে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। আমাদের বক্তব্য হলো, প্রত্যেকটা মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। এসব মামলার কোনো আইনগত ভিত্তি নেই।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom