আরও ২ বছর যুদ্ধের অস্ত্র আছে রাশিয়ার
যুদ্ধ বেগবান করতে পশ্চিমা মিত্ররা ইউক্রেনে পাঠিয়েছে বড়-ছোট শত-শত অস্ত্র সহায়তা। উল্টোদিকে একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দীর্ঘ এক বছর যেন নিমিষেই কেটে গেছে। যুদ্ধ বেগবান করতে পশ্চিমা মিত্ররা ইউক্রেনে পাঠিয়েছে বড়-ছোট শত-শত অস্ত্র সহায়তা। উল্টোদিকে একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। দেশটির অস্ত্রভাণ্ডারে এখনো যে পরিমাণ অস্ত্র মজুত আছে তা দিয়ে আরও ২ বছর অনায়াসে যুদ্ধ করতে পারবে। শুক্রবার এমন তথ্য জানায় লিথুয়ানিয়া মিলিটারি ইন্টেলিজেন্স সার্ভিস। খবর ডেইলি মেইলের।
প্রতিবেদনে উল্লিখিত ‘জেটটি-১৮০’ ড্রোন খানিকটা ইরানের ‘শাহেদ ১৩৬’ ড্রোনের অনুরূপ। রাশিয়া শাহেদ ১৩৬ ড্রোন ব্যবহার করে ইউক্রেনে ব্যাপকভাবে হামলা চালিয়েছিল। তবে শিগগিরই তার মজুত শেষ হতে চলেছে বলে ধারণা করেছেন বিশেষজ্ঞরা। এছাড়া উত্তর কোরিয়া ইউক্রেন আক্রমণের সমর্থনে রাশিয়াকে আর্টিলারি শেল সরবরাহ করছে বলেও গুজব রটিয়েছে হোয়াইট হাউজ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: