ইউক্রেন রুশদের হটিয়ে দিল আরেকটি গুরুত্বপূর্ণ শহর থেকে

ইউক্রেনের সেনারা রাজধানী কিয়েভের উপকণ্ঠে অবস্থিত ইরপিন শহর থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়েছে এবং শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে

ইউক্রেন রুশদের হটিয়ে দিল আরেকটি গুরুত্বপূর্ণ শহর থেকে
ইউক্রেন রুশদের হটিয়ে দিল আরেকটি গুরুত্বপূর্ণ শহর থেকে

প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনের সেনারা রাজধানী কিয়েভের উপকণ্ঠে অবস্থিত ইরপিন শহর থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়েছে এবং শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে। খবর রয়টার্সের এর আগে কিয়েভ থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত মাকারিভ শহর দখল নেয় ইউক্রেনের সেনারা। এরফলে কয়েক দিনের ব্যবধানে দুটি শহর রুশ মুক্ত করল ইউক্রেন। সোমবার রুশ সেনাদের কাছ থেকে ইরপিন পুনঃদখল করার এমন দাবি করেছেন ইরপিনের মেয়র ওলেক্সান্ডার মারকুশেন।  এ ব্যাপারে ইরপিনের মেয়র বলেন, আজ একটি সুঃসংবাদ আছে। ইরপিন স্বাধীন হয়েছে। আমরা জানি আমাদের শহরে আরও আঘাত আসবে কিন্তু আমরা সাহসিকতার সঙ্গে এগুলো মোকাবেলা করব। 

যদিও ইরপিনের মেয়র দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। রাজধানী কিয়েভের কাছে অবস্থিত হওয়ায় ইউক্রেনে অভিযান শুরু করার পরই ইরপিনের দখল নেয় রাশিয়া।  তাদের লক্ষ্য ছিল ইরপিনে শক্ত ঘাঁটি গেড়ে সেখান থেকে কিয়েভ দখলের অভিযান চালাবে।ইরপিনকে নিজেদের আয়ত্তে রাখতে শহরটিতে ব্যাপক হামলা চালায় রুশ সেনারা। বলতে গেলে শহরটিকে প্রায় বসবাসের অনুপযোগী করে ফেলেছে তারা। 

রুশ আক্রমণ শুরুর পর ইরপিনের বেশিরভাগ বাসিন্দা শহর ছেড়ে পালিয়ে যান। যারা শহরে ছিলেন তাদের বেশিরভাগ ছিল বৃদ্ধ  অথবা খুব অসুস্থ। রুশদের হামলার কারণে পানি. গ্যাস ও বিদ্যুৎ ছাড়াই শহরটিতে অবস্থান করছিলেন অল্প সংখ্যক বাসিন্দা। 

সূত্র: দ্য গার্ডিয়ান

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom