সহকারী চালাচ্ছিলেন বাস, ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৩

সহকারী চালাচ্ছিলেন বাস, ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৩

প্রথম নিউজ, জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে বাস-ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে ৩ গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস। ছবি : কালের কণ্ঠ

জয়পুরহাটের আক্কেলপুরে চালকের সহকারী (হেলপার) বাস চালিয়ে স্ট্যান্ডে নিয়ে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারালে বাস ও শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন জন গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে পৌর সদরের বিহারপুর প্রাণি সম্পদ মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। আক্কেলপুর থানার ওসি মইনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
 

আহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের পাপ্পু হোসেন (২১), একই এলাকার সাইফুল ইসলাম (৩০) এবং সোহাগ হোসেন (৩৫)। তারা সবাই ভটভটিতে ছিলেন বলে জানা গেছে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আহতরা শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি নিয়ে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর থেকে গরু কেনার জন্য জয়পুরহাটের পাঁচবিবি গরুর হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে আক্কেলপুর পৌর সদরের বিহারপুর প্রাণি সম্পদ মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রাহুল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভটভটিতে থাকা তিন জন গরু ব্যবসায়ী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী বিদ্যুৎ কুমার নামের স্থানীয় বাসিন্দা জানান, আক্কেলপুর-জয়পুরহাট রুটে চলাচলকারী রাহুল পরিবহনের বাসটি সোমবার (২৩ ডিসেম্বর) রাতের বেলা পেট্রোল পাম্পে ছিল। সেখান থেকে চালকের সহকারী (হেলপার) বাসটি চালিয়ে নবাবগঞ্জ ব্রিজ এলাকার স্ট্যান্ডে নিয়ে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস এবং ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।