মধ্যরাতে বাড্ডায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

মধ্যরাতে বাড্ডায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর বাড্ডায় চালককে হত্যা করে অটোরিকসা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত মধ্যরাতে আফতাবনগর চায়না প্রোজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুস সালাম (৬৫)। তিনি শেরপুর সদর এলাকার মকবুল হোসেনের ছেলে। বর্তমানে মেরুল বাড্ডায় এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

নিহতের ভাতিজা সুজন জানান, দুষ্কৃতকারীরা চাচার মাথায় ও শরীরে আঘাত করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’
মন্তব্য করুন