সুপার সিক্সে ভারতের কাছে বাংলাদেশের বড় হার
প্রথম নিউজ, খেলা ডেস্ক: মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৬৪ রান সংগ্রহ করে লাল-সবুজের প্রতিনিধিরা। জবাবে অষ্টম ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতের মেয়েরা।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ঘন্টাখানেক পর মাঠে গড়ায় ম্যাচ। টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠায় ভারত। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন মোসাম্মদ ইভা। দলীয় ৯ রানে আউট হন তিনে নামা সাদিয়া ইসলাম। দলের স্কোরকার্ডে কোনো রান যোগ না হতেই ফেরেন আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়া। এদিন দলের প্রথম ৫ ব্যাটার ছুঁতে পারেননি দুই অঙ্কের রান। আসা-যাওয়ার মধ্যে উইকেটের একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে যান অধিনায়ক সুমাইয়া আক্তার। সর্বোচ্চ ২১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ব্যক্তিগত ১৪ রানে দ্বিতীয় সর্বোচ্চ রানে আউট হন জান্নাতুল মাওয়া।
ইনিংসের শেষ বলে নিশিতা আক্তার নিশি আউট হলে ৬৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন বৈষ্ণবী শর্মা। রান তাড়ায় হেসেখেলেই জয় তুলে নেয় ভারত। চতুর্থ ওভারে ব্যক্তিগত ৩ রানে আউট হন কমলিনী। দলীয় ৬১ রানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার তৃষা গঙ্গাদি। ব্যক্তিগত ৪০ রানের ইনিংসে দলকে জয়ের কাছে নিয়ে যান তৃষ্ণা। অষ্টম ওভারের প্রথম বলেই জয় নিশ্চিত হয়ে যায় ভারতের।