স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
প্রথম নিউজ, ঢাকা : নিয়োগের পর বিধি অনুযায়ী চাকরির রাজস্ব সংক্রান্ত আবেদন নিষ্পত্তির নির্দেশ যথাযথভাবে পালন না করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার শাখাওয়াত হোসেন খান ও গোলাম মোহাম্মদ মোর্শেদ।
আদালত অবমাননা সংক্রান্ত আবেদন শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শাখাওয়াত হোসেন খান।
সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে উল্লেখ করে আইনজীবী ব্যারিস্টার শাখাওয়াত হোসেন খান জানান, রুলে চাকরি সংক্রান্ত বিষয়ে আদালতের নির্দেশ প্রতিপালন না করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
অপর আইনজীবী গোলাম মোহাম্মদ মোর্শেদ জানান, এর আগে নিয়োগের পর থেকেই নার্স তার চাকরি স্থায়ী করে রাজস্ব খাতে নিতে আবেদন করেন। ওই আবেদন করার পরও সংশ্লিষ্ট কতৃপক্ষ কোনো সাড়া পাননি। এরপর তিনি ওই আবেদন নিষ্পত্তি করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিট আবেদন শুনানি নিয়ে এ সংক্রান্ত বিষয়ে রুল জারির পাশাপাশি আবেদনটি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট।
ওই আদেশ প্রতিপালন না করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে আবেদন দায়ের করা হয়। এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করে। আদালত অবমাননার রুল জারি করা সংক্রান্ত আদেশটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে।