নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ডালিম গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ডালিম গ্রেপ্তার

প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন ফকির ডালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে নবীনগর উপজলোর সাব রেজিস্ট্রার অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আল আমিন ফকির ডালিমের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।