পূজামণ্ডপের ঘটনায় কুসিক মেয়রের পিএস আটক
পিএস মহিউদ্দিন আহমেদ বাবুকে রাঙ্গামাটির সাজেক থেকে আটক করেছে পুলিশ

প্রথম নিউজ,কুমিল্লা: কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা নিয়ে ভাঙচুর এবং হামলার ঘটনার উসকানিদাতা সন্দেহে কুমিল্লা সিটি করর্পোরেশন মেয়র মনিরুল হক সাক্কুর পিএস মহিউদ্দিন আহমেদ বাবুকে রাঙ্গামাটির সাজেক থেকে আটক করেছে পুলিশ ।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আন্ওয়ারুল আজিম।
তিনি জানান, ডিবি পুলিশের সহযোগিতায় কোতয়ালী থানা পুলিশ সাজেকের একটি রির্সোট থেকে মহিউদ্দিন বাবুকে আটক করে। বর্তমানে তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।
কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু বলেন, কুমিল্লার ঘটনায় বাবু সম্পৃক্ত কিনা তা প্রশাসন তদন্ত করে দেখুক। সে যদি অপরাধী হয় তাকে শাস্তি দেওয়া হোক। তবে কোনো নিরাপরাধ মানুষকে যেন পরিকল্পিত ভাবে ফাঁসানো না হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: