ফোনে ইন্টারনেট স্পিড বাড়াবেন যেভাবে

 ফোনে ইন্টারনেট স্পিড বাড়াবেন যেভাবে

প্রথম নিউজ, ডেস্ক : ফোনের ইন্টারনেট স্পিড মাঝে মাঝে বিভিন্ন কারণে কমতে পারে। অনেকেই নানা সময়ে ইন্টারনেট সংযোগ নিয়ে বিড়ম্বনায় পড়ে থাকেন। আর অ্যান্ড্রয়েড ফোনে যদি নো ইন্টারনেট কানেকশন-এই মেসেজটা আসে, তাহলে তো কথাই নেই।

বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে সহজেই সমস্যার সমাধান করতে পারেন-

ফোন রিস্টার্ট করা হলে একাধিক প্রযুক্তিগত সমস্যা দূর করা সম্ভব। এই প্রযুক্তিগত সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো- ইন্টারনেট সংযোগ সংক্রান্ত সমস্যা। তাই ফোন বন্ধ করে দিতে হবে। কয়েক মুহূর্ত অপেক্ষা করতে হবে। তারপর আবার ফোন চালু করতে হবে। এটা অস্থায়ী কোনো গ্লিচ থাকলে তা ঠিক করে দেয় এবং ফোনের নেটওয়ার্ক কানেকশন রিফ্রেশ করে। ব্যবহারকারী যদি ফোন রিবুট না করতে চান, তাহলে অ্যারোপ্লেন মোড অফ এবং অন করে ফোনের নেটওয়ার্ক সংযোগ রিস্টার্ট করা যেতে পারে।
ফোন এবং অ্যাপ আপডেট

ফোনের সফটওয়্যার আপডেট না করা হলে পারফরম্যান্স সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে অন্যতম হলো- নেটওয়ার্ক স্পিড সংক্রান্ত সমস্যা। আসলে ফোনের সফটওয়্যার আপডেট করা হলে এটাই নিশ্চিত হয় যে, ব্যবহারকারীর লেটেস্ট বাগ ফিক্স এবং অপ্টিমাইজেশন রয়েছে। যা ইন্টারনেট সংযোগ উন্নত করতে পারে। তাই এটা নিশ্চিত করতে হবে যে, অ্যান্ড্রয়েড ফোন যেন অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সনে চলে। তাই সফটওয়্যার আপডেট চেক করতে হবে। আর আপডেট চেক করার জন্য প্রথমে সেটিংসে যেতে হবে। তারপর আপডেট চেক করতে সিস্টেম আপডেটে যেতে হবে। সেখানে প্রাপ্ত আপডেট ডাউনলোড করতে হবে।

ডেস্কটপ, ল্যাপটপের মতোই অ্যাপ এবং অ্যান্ড্রয়েড সিস্টেম থেকে ফোনের ক্যাশেড ডাটা বেশ কিছু সময় ধরে জমতে শুরু করে। যা ইন্টারনেটের গতি কমিয়ে দিতে পারে। তাই ওয়েব ব্রাউজারের ক্যাশে ক্লিয়ার করতে হয় নিয়মিত। যা ফোনের কার্যকারিতা উন্নত করে। এর পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্রচুর ডাটা অথবা ব্রাউজারে বেশি ওয়েবসাইট খোলা থাকে, তাহলে তা প্রতিরোধ করার জন্য বন্ধ করতে হবে।
নেটওয়ার্ক সেটিংস রিসেট করুন

আগের টিপস মেনে চললেও যদি সংযোগ সংক্রান্ত সমস্যা ঠিক না হয়, তাহলে নিজের নেটওয়ার্ক সেটিংস রিসেট করার কথা ভাবনাচিন্তা করা যেতে পারে। সেটিংস রিসেট করার জন্য প্রথমে নেটওয়ার্ক সেটিংস মেন্যুতে যেতে হবে। এরপর সিস্টেম সেকশনে যেতে হবে। সেখান থেকে রিসেট বেছে নিতে হবে এবং রিসেট নেটওয়ার্ক সেটিংস বেছে নিতে হবে।