মিরপুরে পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা
প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর মিরপুরে মো. মিলন (২২) নামের এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করে।
মিলনের বন্ধু শাওন জানান, মিলন পেশায় পোশাক শ্রমিক ছিলেন। রাতে মিরপুর সিটি কলোনি এলাকা দিয়ে হাঁটার সময় সেখানকার কয়েকজন বখাটে ছেলে ওই তিনজকে মেরে তাদের কাছে থাকা মোবাইল ছিনিয়ে নেয়। পরে বিষয়টি নিয়ে মিউচুয়াল করার জন্য আমরা কয়েকজন যাই।
পরে বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এটা নিয়ে কয়েকজন আমাদের ওপরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মিলনসহ আরও দুই তিন জন আহত হয়। তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে মিলনকে চিকিৎসক মৃত ঘোষণা করে। এই বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এই বিষয়ে সুজন নামে আরেকটি ছেলে গুরুতর আহত হয়েছে।