অ্যাম্বুলেন্সে ধাক্ক দিয়ে উল্টে গেল বাস, যাত্রী নিহত
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে এক যাত্রী মৃত্যু হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের চৈতি গার্মেন্টস সংলগ্ন মল্লিকাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা সম্ভব না হলেও বয়স আনুমানিক ৪৫ বছর হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, চট্টগ্রামগামী লেনের সোনারগাঁয়ের মল্লিকাপাড়া এলাকায় একটি অ্যাম্বুলেন্সের পেছনে দ্রুত গতির একটি বাস ধাক্কা দেয়।
অ্যাম্বুলেন্সে ধাক্কা দেওয়া বাসটি কন্ট্রোল হারিয়ে উল্টে গিয়ে একজন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, যাত্রীবাহী একটি বাস উল্টে একজন যাত্রীর মৃত্যু হয়েছে। আমাদের টিম মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।