ইঞ্জিন বিকল হওয়ায় উত্তরবঙ্গে রেল যোগাযোগ ২ঘন্টা পর চালু

প্রথম নিউজ, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-বঙ্গবন্ধু রেললাইনে প্রায় দুঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয় । গাজীপুরের জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি জয়দেবপুর জংশন হয়ে কালিয়াকৈরে হাইটেক পার্ক স্টেশন ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলের দুই দিকে আটকা পড়ে কয়েকটি ট্রেন। বিকল ইঞ্জিন মেরামত করে প্রায় দু’ঘণ্টা পর দুপুর ১১টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: