শিমলায় মন্দিরে বিয়ে হলো মুসলিম যুগলের

রোববার এ ঘটনা ঘটেছে হিমাচলের রামপুরে।

শিমলায় মন্দিরে বিয়ে হলো মুসলিম যুগলের
শিমলায় মন্দিরে বিয়ে হলো মুসলিম যুগলের

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: সমাজে ধর্মীয় সম্প্রীতির বার্তা দিতে ভারতের শিমলা জেলায় একটি মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এক মুসলিম দম্পতি। রোববার এ ঘটনা ঘটেছে হিমাচলের রামপুরে। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, যেখানে বিয়ে সম্পন্ন হয়েছে তার নাম ঠাকুর সত্যনারায়ণ মন্দির। এটা পরিচালনা করে বিশ্ব হিন্দু পরিষদ। বিয়েতে একত্রে উপস্থিত হয়েছিলেন মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন। তারা মন্দিরে একটি মুসলিম যুগলের বিয়ে প্রত্যক্ষ করেন।

প্রত্যক্ষদর্শী এবং একজন আইনজীবী বলেছেন, একজন মৌলভীর উপস্থিতিতে মন্দির চত্বরেই নিকাহ রেজিস্ট্রি হয়েছে। মন্দিরে বিয়ের উদ্দেশ্য হলো ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়া এবং মানুষে মানুষে ভ্রাতৃত্বের বার্তা দেয়া। এখানে উল্লেখ্য, সত্যনারায়ণ মন্দির কমপ্লেক্স হলো বিশ্ব হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ডিস্ট্রিক্ট অফিস। ঠাকুর সত্যনারায়ণ মন্দির ট্রাস্ট রামপাল জেনারেল সেক্রেটারি বিনয় শর্মা বার্তা সংস্থা এএনআই’কে বলেছেন, মন্দিরটি পরিচালনা করে বিশ্ব হিন্দু পরিষদ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: