ফাটলো বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ

সোমবার  সকালে বিজি-৩৯২ ফ্লাইটটি উড্ডয়নের সময় এর পেছনের একটি চাকা ফেটে যায়। বিমানটিতে ৭২ জন যাত্রী ছিলেন।

ফাটলো বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
কলকাতায় বিমানের চাকা ফেটেছে, ঢাকায় জরুরি অবতরণ

প্রথম নিউজ, অনলাইন: কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট ঢাকায় জরুরি অবতরণ করেছে। সোমবার  সকালে বিজি-৩৯২ ফ্লাইটটি উড্ডয়নের সময় এর পেছনের একটি চাকা ফেটে যায়। বিমানটিতে ৭২ জন যাত্রী ছিলেন। চাকা ফেটে গেলেও শেষ পর্যন্ত যাত্রীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। বিমানবন্দর সূত্র জানায়, বিমানটি ড্যাশ ৮-৪০০ মডেলের। কলকাতার স্থানীয় সময় সকাল ৯টা ১৯ মিনিটে এটি উড্ডয়ন করে। পরে ঢাকায় সকাল ১০টার দিকে বিমানটি নিরাপদে অবতরণ করে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: