বরিশালে আরও ১ ডেঙ্গু রোগীর মৃত্যু, শনাক্ত ৩১৮
প্রথম নিউজ, বরিশাল : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুস সাত্তার (৬৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। একই সময় এ বিভাগে আরও ৩১৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
আব্দুস সাত্তার পটুয়াখালী জেলার লেবুখালী এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ৮ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ অক্টোবর রাতে মারা যান।
ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছর এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৭ হাজার ৬৬৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৫৪৯ জন। বিভাগে এখন পর্যন্ত ১১৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮৬ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১১ জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে ছয়জন ও ঝালকাঠি হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে।
Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩১৮ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১৩১ জন, পটুয়াখালীতে ৪৩ জন, পিরোজপুরে ৬২ জন, ভোলায় ৩৯ জন, বরগুনায় ৩৬ জন ও ভোলায় সাতজন। মঙ্গলবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।