পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
প্রথম নিউজ, ডেস্ক : হায়দরাবাদে বিশ্বকাপের অষ্টম ম্যাচে মুখোমুখি পাকিস্তান আর শ্রীলঙ্কা। রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
দুই দলই একটি করে পরিবর্তন এনেছে একাদশে। কাসুন রাজিথার বদলে লঙ্কান একাদশে ঢুকেছেন মাহিশ থিকশানা, ফখর জামানের জায়গায় পাকিস্তান একাদশে আসাদ শফিক।
পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে এর আগে পাকিস্তানের বিপক্ষে ৭ ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি লঙ্কানরা। এবার কি ইতিহাস বদলাবে?
পাকিস্তান একাদশ
ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ।
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়াল্লালাগে, মাহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, মাথিসা পাথিরানা।