ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালে এক পা লিভারপুলের

অ্যানফিল্ডে ম্যাচের প্রথমার্ধে লিভারপুলকে ভালোভাবেই আটকে রাখতে পেরেছিল ভিয়ারিয়াল ডিফেন্ডাররা

 ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালে এক পা লিভারপুলের
ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালে এক পা লিভারপুলের-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : অ্যানফিল্ড স্টেডিয়ামে এসে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল চমক দেখাতে পারেনি। ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট লিভারপুলের সামনে তারা যে ফেবারিট ছিল তা নয়। তবুও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল বলে কথা। সেখানে যদি চমক দেখানো যায়!

উল্টো নিজেদের জালেই বল জড়িয়েছে তারা নিজেরা। অর্থ্যাৎ আত্মঘাতি গোল। সে সঙ্গে যোগ হলো লিভারপুলের সেনেগালিজ তারকা সাদিও মানের আরো একটি গোল। ৯০ মিনিটের খেলা শেষে লিভারপুল বিজয়ী ২-০ গোলে। এই জয়ে বলা যায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এক পা দিয়েই রাখলো ইয়ুর্গেন ক্লপের দল।

অ্যানফিল্ডে ম্যাচের প্রথমার্ধে লিভারপুলকে ভালোভাবেই আটকে রাখতে পেরেছিল ভিয়ারিয়াল ডিফেন্ডাররা। সাদিও মানে, মোহাম্মদ সালাহদের মুহুর্মুহু আক্রমণ ঠেকিয়ে দিয়েছিলেন তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে এসে আর নিজেদের ছন্দ ধরে রাখতে পারেনি। বিশেষ করে মাত্র দুই মিনিটের ব্যবধানে যা সর্বনাশ হওয়ার তা হয়ে গেলো।

৫৩ মিনিটে ডানদিক থেকে লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসনের একটি ক্রস ভিয়ারিয়ালের ডিফেন্ডার পারভিস এস্তুপিওয়ানের পায়ে লেগে দিক বদলে জড়িয়ে যায় তাদের নিজেদেরেই জালে। ক্রস আসবে ভেবে আগেই জায়গা ছেড়ে কিছুটা সরে যাওয়া ভিয়ারিয়ালের গোলকিপার রুলির পড়িমরি ঝাঁপিয়েও আর বলটা জালে যাওয়া ঠেকাতে পারলেন না।

দুই মিনিটের ব্যবধানে আবারও গোল। ৫৫তম মিনিটে বক্সের ঠিক ওপরে সালাহ আর মানের দারুণ সমন্বয়ের ফলে এলো দ্বিতীয় গোল। সালাহ বল পেতেই বক্সের দিকে দৌড় শুরু করেন মানে, এক ডিফেন্ডারের পায়ের ফাঁক গলে বুটের ডগার ছোঁয়ায় থ্রু বাড়ান সালাহ। এরপর বুটের ডগা ছুঁইয়েই গোল করলেন মানে।

সাদিও মানের এই গোলটি ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগে বাছাইপর্বসহ মিলিয়ে লিভারপুলের ৪৫০তম। শেষ পর্যন্ত মাইলফলক হয়ে থাকা গোলটিই লিভারপুলকে দিয়েছে জয়ের স্বস্তি।

৫৩ থেকে ৫৫ - এই দুই মিনিট ছাড়া ম্যাচের পুরো অংশই ছিল ভিয়ারিয়ালের রক্ষণাত্মক ফুটবলের পসরা। প্রথমার্ধ পুরোটা সময়, দ্বিতীয়ার্ধের ওই দুই মিনিট ছাড়া বাকি সময় নিজেদের গোলের সামনে বসে থেকেই যেন লিভারপুলের আক্রমণ ঠেকানোর প্রতিজ্ঞা করে মাঠে নেমেছিল ভিয়ারিয়াল। যে কারণে পুরো ম্যাচ হয়ে দাঁড়ালো লিভারপুলের আক্রমণ বনাম ভিয়ারিয়ালের রক্ষণের ম্যাচ।

ম্যাচ শেষে লিভারপুল অধিনায়ক হেন্ডারসন বলেন, ‘তারা খুবই সংগঠিত একটি দল। আমরা জানতাম, তারা আমাদের জয়ের কাজটি সহজে হতে দেবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ যে, আমরা আমাদের মত খেলেছি এবং বিশ্বাস ছিল তাদের এই প্রতিরোধ আমরা ভাঙতে পারবো। দুটি দারুণ গোল দিয়ে আমরা এটা করতে সক্ষম হলাম।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom