দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেলো বৃদ্ধের
এ সংঘর্ষ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রথম নিউজ, ফরিদপুর: ফরিদপুরের সালথায় দুই পক্ষের সংঘর্ষে নান্নু ফকির (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত (২৭ এপ্রিল) রাতে এ সংঘর্ষ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত নান্নু ফকির সালথার যদুনন্দী গ্রামের হাতেম ফকিরের ছেলে। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সালথা উপজেলার যদুনন্দী এলাকার কাইয়ুম মোল্লা এবং পাশের বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার সোনা মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) সুমিনুর রহমান বলেন, ‘সংঘর্ষের সময় ইটের আঘাতে নান্নু ফকির নামে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews