নাচলেন নোরা ফাতেহি, গাইলেনও!
প্রথম নিউজ, ডেস্ক : নৃত্যশিল্পী হিসেবে বলিউডে জনপ্রিয়তা পেয়েছেন নোরা ফাতেহি। বিশেষ করে আইটেম ঘরানার গানে তাকে আবেদনময়ী, খোলামেলা রূপে দেখা যায়। তবে ফিফা বিশ্বকাপের গত আসরের অফিসিয়াল গানে পারফর্ম করে আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেকে জাহির করেছেন তিনি।
এবার নতুন ভূমিকায় অবতীর্ণ হলেন নোরা। প্রযোজক হয়েছেন তিনি। নিজের টাকায় বানিয়েছেন মিউজিক ভিডিও। আর সেখানে চেনা ঢঙে শরীরী আবেদন ছড়িয়েছেন নোরা। শুধু তাই নয়, গানটি গেয়েছেনও তিনি নিজেই।
গানের শিরোনাম ‘সেক্সি ইন মাই ড্রেস’। শুক্রবার (২৩ জুন) বিকালে নিজের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি উন্মুক্ত করেছেন নোরা। গানটি লিখেছেন সেরবান ক্যাজান, ও মরগান কনি স্মিথ। সংগীত প্রযোজনা করেছেন সেরবান ক্যাজান।
ভিডিওতে কখনও লাল টপসে, কখনও কালো পোশাকে কোমর দুলিয়েছেন নোরা ফাতেহি। সঙ্গে আছেন আরও কয়েকজন নৃত্যশিল্পী।
গানটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে নোরা ফাতেহি বলেন, ‘গায়িকা হিসেবে নিজের প্রথম একক গান দিয়ে ক্যারিয়ারের নতুন বছরে প্রবেশ করা সত্যিই আনন্দের ব্যাপার। এটা সত্যিকার অর্থেই একটি আন্তর্জাতিক গান, যেখানে আমার নারীত্বের শক্তি ফুটে উঠেছে। এই গানের শুটিং করা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। আমার টিমের সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়েছেন। আমরা গানটিতে ল্যাটিন পপের ছোঁয়া রেখেছি আর নৃত্যশিল্পীরা চমৎকার পারফর্ম করেছে।’
‘সেক্সি ইন মাই ড্রেস’ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মরোক্কান নির্মাতা আব্দাররাফিয়া আল আব্দিউই। গানের কোরিওগ্রাফি করেছেন রজিত দেব। প্রকাশের পর ১৯ ঘণ্টায় গানটির ভিউ হয়েছে ৩ লাখ ৬৫ হজার।