আজ নয়াপল্টন থেকে আসছে বিএনপির নতুন কর্মসূচি
পৃথকভাবে এক দফা ও কর্মসূচি ঘোষণা করবে সমমনা দলগুলো
প্রথম নিউজ, অনলাইন: নয়া মোড় নিচ্ছে নির্বাচনী রাজনীতি। আজ থেকে এক দফার আন্দোলনে যাচ্ছে বিএনপিসহ সমমনা দলগুলো। নয়াপল্টনে বড় সমাবেশ থেকে এক দফার আন্দোলনের ঘোষণা দেবে বিএনপি। একইসঙ্গে এক দফা দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা আসবে সমাবেশ থেকে। একইসময়ে রাজধানীর বিভিন্ন ভেন্যুতে সমমনা দলগুলো আলাদাভাবে এক দফার আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে। নয়াপল্টনে বড় সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। সমাবেশ সফল করতে দু’দিন আগে থেকে ঢাকায় মাইকিং করা হয়েছে। বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে। ঢাকার আশপাশের জেলার নেতাকর্মীদেরও সমাবেশে অংশ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। পল্টনে দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ থেকে সমাবেশ পরিচালনা করা হবে।
সমাবেশ ঘিরে গতকাল নয়াপল্টনের বিএনপি কার্যালয় ছিল উৎসবমুখর। ঢাকার আশপাশের জেলার কিছু নেতাকর্মী গতকালই নয়াপল্টনে এসে উপস্থিত হন। নয়াপল্টনের সমাবেশ সফল করতে শীর্ষ নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে দলটি। তাদের নির্দেশনার আলোকেই সমাবেশস্থলে অবস্থান করবেন নেতাকর্মীরা। বিএনপি’র শীর্ষ নেতারা জানান, আজকের সমাবেশ থেকে নতুন কর্মসূচির পাশাপাশি এক দফার আন্দোলন ঘোষণা আসবে। বিএনপি নেতারা বলছেন, নয়াপল্টন থেকে সময়োপযোগী কর্মসূচি ঘোষণা হবে। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে সরকারকে কড়া বার্তা দেবে দলটি। একইসঙ্গে আল্টিমেটামসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচিও আসতে পারে।
এ ছাড়া ধাপে ধাপে চূড়ান্ত আন্দোলনের দিকে যাবে বিএনপি। কর্মসূচি ঘোষণার মধ্যেদিয়ে নিয়মিতই সক্রিয় আন্দোলন করবেন দলটির নেতাকর্মীরা। সমমনা দলগুলোর সঙ্গে গত কয়েক দিনের সিরিজ বৈঠকে এক দফা ও পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করেছে বিএনপি। তবে কী কর্মসূচি দেয়া হবে তা প্রকাশ করা হয়নি। সমাবেশের দিনে এটি প্রকাশ করা হবে।
নয়াপল্টনে বিএনপি’র সমাবেশ সফল করতে গত কয়েকদিনে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সিরিজ বৈঠক করেছেন। সেখানে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। ঢাকা মহানগরীর পাশাপাশি রাজধানীর পার্শ্ববর্তী জেলার নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বার্তা দিয়েছে বিএনপি। সমাবেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেবে বিভিন্ন পেশাজীবী সংগঠনও। কেন্দ্রীয় নেতারা বলছেন, ধারণার চেয়ে বেশি লোক সমাগম ঘটাতে দিন-রাত কাজ করেছেন দায়িত্বশীল নেতারা।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর মাইকিং করে সমাবেশের জানান দিয়েছেন তারা। সমাবেশ শুরুর আগেই ঢাকা বিভাগের সব জেলা থেকে নেতাকর্মীদের উপস্থিত হতে নির্দেশ দিয়েছেন নেতারা। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিকে আরও স্পষ্ট করতে আজকের সমাবেশকে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন কেউ কেউ। সমাবেশ নিয়ে বিএনপি নেতারা জানান, ঢাকাসহ আশপাশের জেলার মানুষ সমাবেশে অংশ নেবেন। ইতিমধ্যে অনেকেই ঢাকায় অবস্থান করছেন। সকাল থেকে নয়াপল্টনের সমাবেশের উদ্দেশে নেতাকর্মীরা আসতে শুরু করবে।
বিএনপি’র স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, বিএনপি’র আজকের সমাবেশটি অতীতের যেকোনো সময়ের চেয়ে কিছুটা ভিন্ন। দাবি আদায়ের লক্ষ্যে আজ ঢাকায় বড় সমাবেশ। এই সমাবেশ থেকে আগামীদিনের নতুন কর্মসূচি ঘোষণা হবে। একইসঙ্গে সরকার পতনের এক দফা ঘোষণা আসবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে নতুন মাত্রা যোগ হবে। তিনি বলেন, বিএনপি বড় সমাবেশ করলেও শান্তিপূর্ণ হবে। ক্রমেই আমরা কঠোর আন্দোলনের দিকে যাচ্ছি। আমাদের প্রস্তুতি রয়েছে। জনগণকে সঙ্গে নিয়েই একটা সময় এই সরকারের পতন ঘটাবো।
দুপুর ২টায় নয়াপল্টন সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। একইসঙ্গে পরবর্তী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন। বিএনপি’র শীর্ষ নেতারাও সমাবেশে আন্দোলনকেন্দ্রিক দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
পৃথকভাবে এক দফা ও কর্মসূচি ঘোষণা করবে সমমনা দলগুলো: ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে আজ ঢাকায় কর্মসূচি পালন করবে সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো। সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি’র সঙ্গে মিল রেখে পৃথকভাবে একদফা ও পরবর্তী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দিবেন দলগুলোর নেতারা। বিকালে সমাবেশ ও সংবাদ সম্মেলন থেকে একযোগে এক দফা কর্মসূচি ঘোষণা করবেন তারা। দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি, বিকাল ৪টায় গণফোরাম চত্বরে (নটরডেম কলেজের বিপরীত পাশে) গণসমাবেশ করবে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি, একই সময়ে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে (কনফারেন্স লাউঞ্জ) সংবাদ সম্মেলন করবে গণতন্ত্র মঞ্চ, বিকাল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ১২ দলীয় জোট, একই সময়ে বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন আলরাজি কমপ্লেক্স সম্মুখে সমাবেশ করবে জাতীয়তাবাদী সমমনা জোট।
এ ছাড়া বিকাল ৩টায় এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এলডিপি, প্রেস ক্লাবের সামনে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, একই সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক বাম ঐক্য, নয়াপল্টন মসজিদ গলিতে বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় প্রেস ক্লাবে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সমাবেশ করবে। এক দফা কর্মসূচির বিষয়ে গণফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী মানবজমিনকে বলেন, সমাবেশ থেকে এক দফা কর্মসূচি ঘোষণা করা হবে। এই এক দফা হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আর এই দাবি বাস্তবায়নে সমাবেশ আরও কিছু কর্মসূচিও ঘোষণা করা হবে।
এক দফার যে ঘোষণা হবে: দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি ও সমমনা দলগুলো একই ধরনের ঘোষণা দেবে। তার একটি খসড়া গতকাল পাওয়া যায়।
খসড়া অনুযায়ী ঘোষণাটি হলো-বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, মিথ্যা-গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসমূহ যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা প্রদান করছে।