তামিমের বিদায়ে যা বললেন মুশফিক রিয়াদ নাফীসরা

তামিমের বিদায়ে যা বললেন মুশফিক রিয়াদ নাফীসরা

প্রথম নিউজ, অনলাইন :  জাতীয় দলে ফিরবেন কি না, তা নিয়ে একটা প্রশ্ন শেষ কিছু দিন ধরে ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশ ক্রিকেটের পরিমণ্ডলে। তবে তামিম গতকাল এক স্ট্যাটাসে সে সম্ভাবনা শেষ করে দেন। জানিয়ে দেন, আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরা হচ্ছে না তার। বিদায়ের ঘোষণা দেওয়ার পর ফেসবুকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক সতীর্থ শাহরিয়ার নাফীস, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদরা।

২০০৭ বিশ্বকাপে প্রথম বারের মতো বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন তামিম। সেবার তার সঙ্গী ছিলেন শাহরিয়ার নাফীস। বিদায় বেলায় তাকে বার্তা দিলেন বর্তমানে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্বে থাকা এই সাবেক ক্রিকেটার। নাফীস তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে তোমার অবদান বাংলাদেশ সবসময় মনে রাখবে…তামিম ইকবাল।’ এরপর একটা ভিডিও প্রকাশ করেছেন যিনি, যা ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার সেই ফিফটির ক্লিপ। ক্যাপশনে লিখেছেন, ‘তামিমের আবির্ভাব।’

জাতীয় দলে আপনার সবচেয়ে ভালো বন্ধু কে? এক সাক্ষাৎকারে সে প্রশ্নের জবাবে বছর চারেক আগে তামিম বলেছিলেন মুশফিকুর রহিমের নাম। সেই মুশফিক গতকাল তামিমের সঙ্গে ছবি দিয়ে নিজের ফেসবুকে লেখেন, ‘তোমার অবসর ঘোষণার সময়ে তোমাকে জানাতে চাই, তুমি যা কিছু অর্জন করেছ, তার জন্য আমি বেশ গর্বিত, তামিম। দোস্ত, তুমি বাংলাদেশ ক্রিকেটের একজন অসামান্য দূত, ব্যাটার হিসেবেও বিশ্বমানের।’

২০১৮ এশিয়া কাপে মুশফিক তার ক্যারিয়ারসেরা ১৪৪ রানের ইনিংসটা খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, সে ম্যাচে শেষ পর্যায়ে তাকে সঙ্গ দিতে ভাঙা হাত নিয়েই ব্যাট করতে নেমেছিলেন তামিম। সে ইনিংসের কথাও স্মরণ করেন মুশফিক। বলেন, ‘দুবাইয়ে আমাদের জুটিটার কথা আমি সবসময় মনে রাখব। বিশেষ করে যখন তুমি ভাঙা আঙুল নিয়ে ব্যাট করতে নেমেছিলে তখনকার কথা। এটাই দেশের প্রতি তোমার নিবেদন, খেলাটার প্রতি তোমার অনুরাগটা প্রকাশ করে।’

এরপর মুশফিক জানান, তামিমকে খুব মিস করবেন তিনি। বললেন, ‘অবসর সুখের হোক, দোস্ত। তোমাকে মাঠের ক্রিকেটে অনেক মিস করব। তবে আমি ক্রিকেটের কাছে কৃতজ্ঞ, কারণ এখানে এসেই তোমার মতো দারুণ একটা বন্ধু পেয়েছি।’

তার বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদও স্ট্যাটাসে তামিমকে শুভেচ্ছা জানিয়েছেন। তার ফেসবুক প্রোফাইলে এক পোস্টে বলা হয়, ‘তামিম, লম্বা ও দারুণ একটা ক্যারিয়ারে তুমি যা কিছু অর্জন করেছ, তার জন্য তোমাকে অভিনন্দন। তুমি অনেক কিছু অর্জন করেছ, এবং বাংলাদেশের জন্য অনেক বড় অবদান রেখেছ। আমার মনে আছে আমরা যখন শেষ বারের মতো বাংলাদেশের হয়ে খেলেছি, আমরা একসঙ্গে ব্যাটও করেছি। তোমার সঙ্গে খেলা, মাঠে আর মাঠের বাইরে অনেক স্মৃতি ভাগাভাগি করাটা আনন্দের ছিল। আমি তোমাকে একটা সুখের অবসর সময় চাই, তোমার ভবিষ্যৎ সব চেষ্টার জন্য রইল শুভকামনা। তোমার কথা সবসময় স্মরণে থাকবে।’