হোয়াইট হাউসে ঢুকে পড়লো ট্রাক, উদ্ধার নাৎসি পতাকা
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ঘটনার পর পতাকা এবং প্লাস্টিকের ব্যাগ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিলো।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: হোয়াইট হাউসের নিরাপত্তা বলয়ে ঢুকে পড়লো একটি ট্রাক। ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস গ্রাউন্ড সংলগ্ন লাফায়েট স্কোয়ারে সিকিউরিটি ব্যারিকেডে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে ট্রাকটি। দ্রুত ওই ট্রাকচালককে আটক করে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের অফিসাররা। ঘটনাস্থল থেকে একটি নাৎসি পতাকা পাওয়া গেছে বলে জানা গেছে। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ঘটনার পর পতাকা এবং প্লাস্টিকের ব্যাগ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিলো। তদন্তকারীরা পতাকাটি খুঁজে পেয়েছেন, ট্রাকের ভেতরেই এটি ছিলো বলে জানিয়েছেন তারা। ওয়াশিংটন ডিসির কর্তৃপক্ষ ট্রাকের চালককে আটক করলেও ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া পুলিশ জানিয়েছে, সব কিছু নিরাপদ আছে। সিক্রেট সার্ভিসের যোগাযোগের প্রধান অ্যান্টনি গুগলিয়েলমি টুইটারে বলেছেন, 'প্রাথমিক তদন্তে জানা গেছে যে, চালক ইচ্ছাকৃতভাবে লাফায়েট স্কোয়ারে নিরাপত্তা বাধাগুলিতে আঘাত করেছিল।' ইউএস পার্ক পুলিশ সিক্রেট সার্ভিসের তদন্ত সমর্থন করে অভিযোগ দায়ের করবে বলে জানা গেছে।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময়ে সোমবার রাত ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। তবে কেউ আহত হননি। এই ঘটনার নেপথ্যে কোনও সন্ত্রাসবাদী সংগঠনের হাত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অনেকেই আবার প্রশ্ন করছেন, এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে সেখানে ট্রাকটি ঢুকে পড়লো? ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ক্রিস জাবোজি সোশ্যাল মিডিয়ায় একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে ট্রাকটি ব্যারিকেডের মধ্যে চলে যাচ্ছে। ভিডিওটি রয়টার্স দ্বারা যাচাই করা হয়েছে। তিনি বলেন, একবার বাধাপ্রাপ্ত হবার পর চালক দ্বিতীয়বার আঘাত করেন। ২৫ বছরের জাবোজি একজন এয়ারলাইন পাইলট যিনি ওয়াশিংটনে বসবাস করেন। তিনি বলেছিলেন যে, সবেমাত্র ন্যাশনাল মলে জগিং শেষ করেছিলেন এবং বাসার দিকে হাঁটছিলেন তখন একটি বিকট শব্দ শুনতে পান।
গুগলিয়েলমি পূর্ববর্তী একটি টুইটে বলেছিলেন যে, হোয়াইট হাউস বা সিক্রেট সার্ভিসের কেউ আহত হয়নি। সেই সময়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঠিক অবস্থান জানা যায়নি। সোমবার সন্ধ্যায় তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে দেখা করেন। সিক্রেট সার্ভিসের অনুরোধে কাছাকাছি হে অ্যাডামস হোটেলটি খালি করা হয়েছিল। পার্কের চারপাশে কিছু রাস্তা এবং পথচারীদের হাঁটার পথ বন্ধ রাখা হয়েছিলো। ওয়াশিংটন দমকল বিভাগের একজন মুখপাত্র বলেছেন যে সন্দেহজনক প্যাকেজের কথা জানিয়ে তাদের কাছে রাত ৯ টা ৪০ নাগাদ একটি কল আসে। বিশ্বের সবথেকে নিরাপদ জায়গাগুলির অন্যতম হোয়াইট হাউস। সেখানে এই ধরনের ঘটনা কীভাবে ঘটলো সেই বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্র : দ্য গার্ডিয়ান