ইউক্রেনে হামলার পঞ্চম দিন, কিয়েভ-খারকিভে বিকট বিস্ফোরণ
প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলার পরিস্থিতি গড়ালো পঞ্চম দিনে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ ও খারকিভে চলছে তীব্র লড়াই। শোনা যাচ্ছে বিস্ফোরণের বিকট শব্দ । ভয়াবহ বিস্ফোরণের কথা জানিয়েছে দেশটির স্টেট সার্ভিস অব স্পেশাল কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন প্রোটেকশন।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপ বিবৃতিতে জানিয়েছে, এ হামলার কয়েক ঘণ্টা আগেই কিয়েভের পরিস্থিতি শান্ত ছিল। ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও লড়াইয়ের খবর পাওয়া গেছে। তবে আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তরা দাবি করেছেন, রাশিয়ান সেনাদের তাড়িয়ে শহর নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে তারা।
এদিকে, সোমবার ( ২৮ ফেব্রুয়ারি) রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বৈঠক হওয়ার আভাস দেওয়া হয়েছে সিএনএন এর এক প্রতিবেদনে।
অন্যদিকে, ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে এখন পর্যন্ত রাশিয়ার হামলায় ১৪ শিশুসহ ৩৫২ জন বেসামরিক লোক নিহত হয়েছে। ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও দাবি করেছে, দেশটিতে রাশিয়ার হামলায় আহত হয়েছে আরও এক হাজার ছয়শ ৮৪ জন। আহতদের মধ্যে ১১৬ জন শিশুও রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews