অস্ট্রিয়ায় তুষারধসে তিনদিনে ৯ আরোহীর মৃত্যু
অস্ট্রিয়ায় ভারি তুষারপাতের পর তিনদিনে তুষারধসে অন্তত নয়জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে
প্রথম নিউজ, ডেস্ক : অস্ট্রিয়ায় ভারি তুষারপাতের পর তিনদিনে তুষারধসে অন্তত নয়জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দেশটির কর্তৃপক্ষ স্থানীয় সময় রোববার (৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করে।
জানা গেছে, গত এক সপ্তাহে দেশটিতে শতাধিক তুষারধসের ঘটনা ঘটেছে। বেশিরভাগ তুষারধসের ঘটনা ঘটে পশ্চিম তিরল অঞ্চলে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, শুক্রবারেই পাঁচজন নিহত হন এ অঞ্চলে।
একই প্রদেশের সুইজারল্যান্ডের সীমান্তবর্তী শহর স্পিসের কাছে গত শুক্রবার আরেকটি তুষারধসে ৪২ বছর বয়সি একজন অস্ট্রিয়ান পর্বত ও স্কি গাইড এবং চারজন সুইডিশ নাগরিকের মৃত্যু হয় বলে জানা গেছে।
এই দলটির আরেক সদস্য, ৪৩ বছর বয়সি একজন সুইডিশ, সাহায্য চেয়ে ফোন করতে সমর্থ হন এবং পরে তাকে উদ্ধার করা হয়।
সম্প্রতি কয়েক বছরে পর্বত আরোহনের সময় অন্তত ২০ জনের প্রাণ গেছে দেশটিতে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: