‘শাহবাগে বেগম জিয়ার অপেক্ষায় সারা দেশ’

‘শাহবাগে বেগম জিয়ার অপেক্ষায় সারা দেশ’

প্রথম নিউজ, অনলাইন:   আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ ‘ব্লকেড’ করে রেখেছেন বিক্ষোভকারীরা। তবে এই কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেননি বলে জানা গেছে।

এদিকে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শাহবাগে আমন্ত্রণ জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

শুক্রবার রাতে হাদি তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের বেগম জিয়া, শাহবাগে হাজারো শহীদ পরিবার ও সারা দেশ আপনার অপেক্ষায়।

আরেক পোস্টে তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে শাহবাগের দাওয়াত নিয়ে আপোষহীন নেত্রী বেগম জিয়ার কাছে যেতে চাই। তিনি আমাদের সার্বভৌম অভিভাবক।’

জানা যায়, শুক্রবার বিকাল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছের ফোয়ারার পাশে তৈরি করা মঞ্চ থেকে শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
ঘোষণার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন।