ইবি লেকে তৈরি হবে ছাত্রদলের ফল ও ফুলের বাগান

প্রথম নিউজ, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের লেকের পাশে একটি ফুল ও ফলের বাগান তৈরি করবো। এছাড়াও ক্যাম্পাসে বৃক্ষরোপণ করব এবং বৃক্ষ বিতরণ করব। জিয়া ট্রি রোপণের মাধ্যমে আজকে থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা একটি সাম্য মানবিক মর্যাদার সুন্দর বাংলাদেশ চাই। সেই সাথে আমরা একটি নিরাপদ ক্যাম্পাস এবং নিরাপদ জনজীবন প্রত্যাশা করি।’ বুধবার (৯ জুলাই) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ শ্লোগানকে ধারণ করে পাঁচ শতাধিক বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।