নওগাঁয় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রথম নিউজ, নওগাঁ: নওগাঁর মান্দায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভয়াবহ এ দুর্ঘটনায় চালকসহ দুজনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সাবাইহাট সংলগ্ন শ্রীরামপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর শাহমুখদুম থানার আব্দুস সালামের ছেলে পিকআপ চালক শামীম আহমেদ (২৪) এবং জেলার নিয়ামতপুর উপজেলার সাবইল গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে মোটরসাইকেল আরোহী সানারুল ইসলাম (২৮)।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে মালটাবোঝাই একটি পিকআপ (ছোট ট্রাক) নওগাঁর দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক ও মোটরসাইকেল আরোহী মারা যায়। এর আগে পিকআপচালক পিকআপটি নিয়ন্ত্রণের জন্য হার্ড ব্রেক করলে উল্টে যায় এবং সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে থানা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।